বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা সম্রাট মো. আক্কাছকে (৪৫) আটক করেছে র্যাব। বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার মধ্যম গহিরা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য জানায়।
আটক আক্কাছ আনোয়ারার মধ্যম গহিরা এলাকার জাফর আহমেদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কতিপয় মাদক ব্যাবসায়ী আনোয়ারার মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ীর একটি একচালা টিনের বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রির জন্য অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে র্যাব বুধবার (৬ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে মো. আক্কাছকে আটক করা হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন: ময়মনসিংহে পরকীয়া প্রেমিক হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জিজ্ঞাসাবাদে আক্কাছ দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আটক আসামী এবং উদ্ধার মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/বিএম