17 C
আবহাওয়া
৪:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলংকার সিরিজ জয়

শ্রীলংকার সিরিজ জয়

শ্রীলংকার সিরিজ জয়

বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়েছে শ্রীলংকা। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে । এই ম্যাচ জিতে ২- ১ এ  সিরিজ জিতে নিল শ্রীলংকানরা ।

টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের ঘূর্ণিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ করতে সমর্থ হয় শ্রীলংকা। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অসাধারণ বোলিং করেছেন লংকান বোলাররা। প্রোটিয়াদেরকে ১২৫ রানে গুটিয়ে দেন তারা।

১০ সেপ্টেম্বর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-২০তে প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলংকা : ২০৩/৯(৫০ ওভার)।  (আসালঙ্কা ৪৭, ধনঞ্জয়া দি সিলভা ৩১,চামেরা ২৯, মাহরেজ ৩৮/৩,জর্জ লিন্ডে৩২/২, তাবরায়েজ শামসি ৩১/২)।

দক্ষিণ আফ্রিকা : ১২৫/১০ (৩০ ওভার) ।(হেনরিক ক্লাসেন ২২, মালান ১৮,জর্জ লিন্ডে ১৮: মহেশ থীক্ষনা ৩৭/৪,ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩২/২,  চামেরা ১৬/২) ।

ম্যাচ সেরা হয়েছেন দুষ্মান্তা চামেরা।

সিরিজ সেরা হয়েছেন চারিত আসালাঙ্কা।

 

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ