25 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ব্যস্ত সড়কের মাঝে যেন কবর!

চট্টগ্রামে ব্যস্ত সড়কের মাঝে যেন কবর!

https://www.youtube.com/watch?v=IW1DVgUh2Vo

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের অন্যতম ব্যস্ত পোর্ট কানেকটিং সড়ক-সদরঘাট রোডের থানার সম্মুখ হতে এই ছবিটি মঙ্গলবার(৭সেপ্টেম্বর)তোলা। দৃশ্যটি প্রথমে দেখলে মনে হবে ব্যস্ত সড়কের মাঝে যেন কবর! আসলে তা নয়। সড়কটি সংস্কার কাজ হবার আগে থেকে চট্টগ্রাম ওয়াসার ফুটা পাইপ লাইন থেকে পানি বের হত। এই অবস্থায় চট্টগ্রাম সিটি করপোরেশন এর ঠিকাদার দীর্ঘ ৬মাস আগে সড়ক মেরামতের কাজ সম্পন্ন করে।

No description available.

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম ওয়াসাকে বিষয়টি অনেকজন জানালেও কোন ব্যবস্থা নেয়া হয় নি। সংবাদপত্রেও ছবিসহ প্রতিবেদন ছাপা হয়। অনবরত পানি বের হবার কারণে সড়কের ওই এলাকা সব সময় কর্দমাক্ত হয়ে থাকে।রাস্তা নষ্ট হয়। যান ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটে।

 

No description available.

 

দেখা যায়, অতিষ্ট হয়ে স্থানীয়  সদরঘাট রোড দোকানদার ও বাসিন্দারা পাইনলাইন থেকে যে স্থানে অনবরত পানি বের হয় সেখানে মাটি ভরাট করে গাছ লাগিয়ে দিয়েছে। যাতে ব্যস্ত সড়কে যান চলাচলে খুব বিঘ্ন ঘটছে।

বিএনএনিউজ২৪ডটকম, জিএন

Loading


শিরোনাম বিএনএ