19 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ,বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী মো. আবরার হোসেন নামের এক শিশুর মারা গেছে। রোববার (৭ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী ফজল রহমান কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবরার প্রবাসী মো. সুমনের ছেলে।

আবরারের চাচা মো.মাজেদুল হক বলেন, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের ধারে চলে যায় আবরার। এর একপর্যায়ে সে পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, দুপুর ১টা ২০ মিনিটের সময় আবরার নামের এক শিশুকে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

বিএনএনিউজ২৪.কম/বাবর মুনাফ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ