27 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

১০৪ রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০৫ রানের টার্গেট দিল বাংলাদেশ। শনিবার (৭ আগস্ট) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তোলে।

ম্যাচটিতে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টস জিতে মাহমুদউল্লাহ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগের তিন ম্যাচের মত এ ম্যাচেও ব্যর্থ ওপেনার সৌম্য। মাত্র ৮ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। নাঈম শেখ সাকিব আল হাসানকে নিয়ে খেলতে থাকেন। তবে এ জুটির রান নেওয়ার গতি ছিল মন্থর। নাঈম ৩৬ বলে ২৮ ও সাকিব ২৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মত। আফিফ ১৭ বল খেলে ২০ রান তুলে আউট হন। শেষদিকে ১টি করে চার-ছক্কায় শেখ মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে বাংলাদেশের স্কোর হয় ৯ উইকেটে ১০৪।

অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন মিচেল সোয়েপসন ও অ্যান্ডু টাই। এছাড়া দুটি উইকেট শিকার করেন জশ হ্যাজলউড।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১০৪/৯ (২০ ওভার)
নাঈম ২৮, মেহেদী ২৩, আফিফ ২০, সাকিব ১৫
সোয়েপসন ১৪/৩, টাই ১৮/৩, হ্যাজলউড ২৪/২

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ