14 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সিএমপির দুই থানায় নতুন ওসি

সিএমপির দুই থানায় নতুন ওসি

চট্টগ্রামে নিষিদ্ধ সংঘঠনের ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুটি থানায় ওসি পদে নতুন দুই পরিদর্শককে পদায়ন করা হয়েছে। তারা হলেন কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জাহান ও নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক রাশেদুল হক।

শনিবার (৭ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ সংক্রান্ত আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, চকবাজার থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জাহানকে এবং বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছে  নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক রাশেদুল হককে।

এরপর গত ৭ জুলাই অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। এরপর গত ২ আগস্ট আগের আদেশ বাতিল করে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে পুলিশের ঢাকা রেঞ্জে বদলি করে পুলিশ সদরদপ্তর।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ