25 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন

অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন

অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-স্পেন

বিএনএ ক্রীড়া ডেস্ক: টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্পেন।শনিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।

২০১৬-তে ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ গলায় পরেছিলেন নেইমাররা। ৪ বছর পেরোতেই, আরও একবার সেই মুহূর্তের অপেক্ষায় ব্রাজিল। টোকিও অলিম্পিকের ফিনিশিং টাচ ছোয়ার অপেক্ষায় দানি আলভেস-রিচার্লিসনরা। জার্মানদের হারিয়ে ব্রাজিলের জাপান মিশন শুরু হয়েছিল। রিচার্লিসনের হ্যাটট্রিকে আগেরবারের ফাইনালিস্টদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে হলুদ শিবির। কিন্তু পরের ম্যাচেই তাদের জয়রথ থেমে যায়।গ্রুপের শেষ ম্যাচে আবারও জ্বলে উঠেন রিচার্লিসন, জয় পায় সাম্বারা।

টোকিওতে ব্রাজিলের জয় মানেই তাই রিচার্লিসনের কারিশমা। আর ২ গোল হলেই অলিম্পিকে রোমারিওর রেকর্ড ছুঁবেন এ ফুটবলার। তবে, তার চেয়েও বড় অপেক্ষা দ্বিতীয়বারের মতো স্বর্ণ ছুঁয়ে দেখার।

এদিকে, টোকিও মিশনে নির্দিষ্ট একটা পরিকল্পনায় সেঁটে থাকা হয়নি স্পেনের। গ্রুপ পর্বের ম্যাচগুলো ধুঁকে ধুঁকে জিতেছে তারা। কিন্তু নকআউটে এসে তাদের কৌশল বদলে যায়। ফাইনালে সে ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল্য চ্যালেঞ্জ।

১৯৯২ সালে অলিম্পিকে ইভেন্ট হিসেবে প্রথমবার ফুটবল আসতেই, স্বর্ণ পদকটা পকেটে নিয়ে চলে যায় লা ফিউরা রোজারা। এরপর ২০০০ সালে একবার ফাইনালে উঠেছিল তারা। কিন্তু, দ্বিতীয় স্বর্ণের জন্য অপেক্ষা এখনো শেষ হয়নি স্প্যানিশদের।

এবারের স্কোয়াডে থাকা ফুটবলাররা লাল শিবিরকে আশা দেখাচ্ছে। অ্যাসেনসিও, ওলমো, গার্সিয়া, পেদ্রি, ওয়ারজাবালরা জ্বলে উঠতে পারলেই স্বর্ণ পদকটা তাদের ঘরে যাবে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ