26 C
আবহাওয়া
৭:২০ পূর্বাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।

ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত, থানার ওসি মো. হাসান ইমাম।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট, উচ্চাঙ্গসংগীত, নজরুল সংগীত ও রবীন্দ্র সংগীত এই চারটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সাংবাদিক কন্যা দীপা ভৌমিক। দীপা ভৌমিক ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ