31 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইতালিতে বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ড : নিহত ৬

ইতালিতে বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ড : নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : ইতালির মিলানে এক বৃদ্ধ নিবাসে অগ্নিকান্ডে ছয় জন নিহত এবং অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

ইতালির দক্ষিণাঞ্চলীয় এই নগরীর তিন তলা বৃদ্ধ নিবাস ভবনটিতে ২১০ জন লোক বাস করতো।

ফায়ার ব্রিগেড টুইটারে বলেছে, ‘ছয় জন নিহত, ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় অনেক লোক হাসপাতালে। অগ্নিনির্বাপক কর্মীরা ভবন থেকে কয়েক ডজন লোককে দ্রুত সরিয়ে এনেছে।’

এএফপি’র এক ফটোগ্রাফার নিহতদের মধ্যে দুজনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিতে দেখেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে পাঁচজন নারী, তাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছর। ষষ্ঠ নিহত ব্যক্তির বয়স ৭৩ বছর।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ