19 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ খালেদের করোনা শনাক্ত

সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ খালেদের করোনা শনাক্ত

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিএনএ, ঢাকা : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের অগ্নিকাণ্ডে ঘটনায় দগ্ধ মো. খালেদুর রহমান(৫৮) করোনা (কভিড)পজিটিভ ধরা পড়েছে। এই কারনে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাতে তাকে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম।

তিনি বলেন, চট্রগ্রাম হাসপাতাল থেকেখালেদুর রহমানকে দগ্ধ অবস্হা আমাদের এখানে নিয়ে আসে। পরে জানতে পারলাম তিনি করোনা পজিটিভে আক্রান্ত। পরে তাকে ঢামেকে বার্ন সার্জারি করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, যত দিন তার দেহে করোনা পজিটিভ ভাইরাস থাকবে ততদিন তিনি সেখানেই চিকিৎসা নিবেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।দদ

Loading


শিরোনাম বিএনএ