18 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগর পুলিশের ৮ এসি পদে রদবদল

চট্টগ্রাম নগর পুলিশের ৮ এসি পদে রদবদল

চট্টগ্রাম নগর পুলিশের ৮ এসি পদে রদবদল

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদে আট কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত আদেশে এ রদবদল করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানিয়েছেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক অফিস আদেশে সহকারী কমিশনার (এসি) সিএমপি কমিশনারের স্টাফ অফিসার মো.মুজাহিদুল ইসলামকে এসি কোতোয়ালী, এসি সদর মুকুব চাকমাকে এসি পাহাড়তলী, এসি ডিবি- দক্ষিণ কামরুল ইসলামকে এসি চকবাজার, এসি চকবাজারের দায়িত্বে থাকা রইসুল ইসলামকে এসি ডিবি-দক্ষিণ ও পিআর পদে বদলি করা হয়।

একই আদেশে এসি পাহাড়তলী আরিফ হোসেনকে এসি ডিবি-উত্তর, এসি ক্রাইম অ্যান্ড অপরারেশন কাজী মোহাম্মদ তারেক আজীজকে এসি বন্দর, এসি সরবরাহ মাহমুদুল হাসান মামুনকে এসি ডবলমুরিং ও এসি ডিবি-উত্তর দেলোয়ার হোসেনকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার পদে পদায়ন করা হয়।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ