33 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

বিএনএ, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে চোর সন্দেহে নূর মোহাম্মদ তুষার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নূর মোহাম্মদ তুষার কচুয়ার মনোহরপুর গ্রামের সরকার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।

গ্রেপ্তার দুজন হলেন- নিহতের প্রেমিকা ফিমা আক্তার (১৮) এবং তার মা হাছিনা বেগম (৪৫)। তারা কচুয়ার গোহট দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও স্ত্রী।

নিহত তুষারের মা তাছলিমা বেগম বলেন, ৭/৮ মাস আগে ফেসবুকে পরিচয় থেকে তুষার ও ফিমার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ফিমা আক্তারের ফোন পেয়ে তার বাড়িতে দেখা করতে যায় তুষার। মূলত বিয়ের আশ্বাসে তুষারকে ডেকে নিয়েছিল ফিমা। পরে সেখানে গেলে তুষারকে অবরুদ্ধ করে অমানুষিক মারধর করে ফিমাসহ তার মা তাসলিমা বেগম এবং তাদের বাড়ির লোকজন।

তিনি আরও বলেন, আমাকে ফোনে তাদের বাড়িতে ডেকে নিয়ে রাত সাড়ে ১২টার সময় তুষারকে নিয়ে যেতে বলে ফিমার মা হাছিনা। আমি গিয়ে তুষারের অবস্থা খারাপ দেখে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে রওনা হই। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সকালে ঢাকায় রেফার্ড করে। আমরা তুষারকে ঢাকায় নেওয়ার সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সে মারা যায়। আমরা থানা পুলিশকে জানালে তারা মা-মেয়েকে আটক করেছে। এ অমানবিক নির্যাতনে যারা জড়িত সবার ফাঁসি চাই।

পুলিশ হেফাজতে থাকা প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাছিনা বেগম সাংবাদিকদের জানান, তুষার খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়িতে যায়। পরে রাতে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে সে আহত হয়। এরপর মারা যায়।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, প্রেমিক তুষারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ