বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) তৃতীয় দিনের মতো একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশ পথের কাছে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক শ্রমিক।
বিক্ষোভে পুরুষ শ্রমিকের পাশাপাশি অনেক নারী শ্রমিকও অংশ নেন। বেলা ১২ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সড়কে বিক্ষোভ মিছিল করার কারণে পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়। চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।
জানা গেছে, এক্সেলসিয়র স্যুজ নামে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকদের চাকরীচ্যুত করাকে কেন্দ্র তিনদিন ধরে মিছিল চলছে। অবরোধ করা হচ্ছে সিইপিজেড এলাকার সড়ক। কারখানাটি সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের অবস্থিত। সোমবার বিক্ষোভকারীরাও একই কারখানার শ্রমিক। বিক্ষোভ অবরোধের কারণে ওই এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছে।
অভিযোগ রয়েছে নিয়ম না মেনে জুতা কারখানার ৪০ শ্রমিককে চাকরীচ্যুত করা হয়েছে। গেল শনিবার প্রথমবার কারখানায় বিক্ষোভ করেন চাকরীচ্যুত শ্রমিকরা। রোববারও বিক্ষোভের পাশাপাশি কারখানায় একদফা হামলার ঘটনা ঘটে। সোমবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে অন্তত দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ইপিজেডে জুতার কারখানায় কিছু শ্রমিককে বরখাস্ত করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আন্দোলন মিছিল চলছে। সোমবার তারা রাস্তা অবরোধ করেছে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা যতদূর জানি শ্রমিকদের পাওনা পরিশোধ করে বিদায় করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে আমরা মালিক পক্ষের সাথে কথা বলব।
বিএনএনিউজ/ নাবিদ