বিএনএ,চট্টগ্রাম: গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে (৭ই এপ্রিল) ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাধারণ শিক্ষার্থীরা। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীরা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচারে বিমান হামলা, খাদ্য ও চিকিৎসার ঘাটতি সৃষ্টি করে তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজার মানুষ যখন ধ্বংসের মুখে, তখন আমরা কেবল নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে পারি না। গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, গাজাবাসীর আহবানে সাড়া দিয়ে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহের ন্যায় আমরা, চুয়েটিয়ানরাও আজ ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন, বয়কট সচেতনতা, গ্রাফিতি ও দেওয়াল লিখন সহ আরো বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের লড়াই তাঁদের একার নয় বরং আমাদের সবার। আমরা সেই দাবি থেকেই তাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছি। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় পরিসরের পাশাপাশি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ বিশ্ববাসীকে গাজায় সংগঠিত গণহত্যার ব্যাপারে নিন্দাজ্ঞাপন, গণহত্যা বন্ধ সহ, ফিলিস্তিন বাসীর প্রতি ত্রাণ ও সহযোগিতার জন্য অবিলম্বে সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।
চুয়েটের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া বিনতে মান্নান উক্ত গণহত্যার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মানুষ হিসেবে আমাদের ফিলিস্তিনিদের জন্য কিছু করা উচিত। এভাবে নির্মম গণহত্যা চালাবে আর পুরো পৃথিবী চুপ করে বসে থাকবে, তা ত হতে পারে না। আমরা এই কর্মসূচির পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
উল্লেখ্য, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনটি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সামাজিক আন্দোলনের দ্বারা শুরু করা হয়েছে। এটি বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানাতে এবং চলমান সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে উদ্দেশ্যপ্রণোদিত। শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে, এই আন্দোলন বিশ্বব্যাপী মানবাধিকারের প্রতি সচেতনতা সৃষ্টি করতে এবং ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সহায়ক হবে।
বিএনএ,নিউজ / আরএস