32 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন আজ শুরু হচ্ছে

ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন আজ শুরু হচ্ছে


বিএনএ, ডেস্ক : ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ। এতে ৪০টির বেশি দেশের সাড়ে ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। পাশাপাশি দেশেরও ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেবেন। তবে সম্মেলনের উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলন করেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দুদিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। তবে এদিনও দেশীয় স্টার্টআপ ব্যবসায়ীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সেশন আছে। ৮ এপ্রিল তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৯ এপ্রিল সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এদিন স্টারলিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।

আশিক মাহমুদ বলেন, বিনিয়োগকারীরা স্টার্টআপ থেকে শুরু করে বড় বিনিয়োগ সবকিছু নিয়ে কথা বলেন। পুরো আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, কৃষি খাত, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত প্রাধান্য পাবে। অনুষ্ঠানে বিশ্বের খ্যাতনামা কয়েকটি ব্রান্ডের বিনিয়োগকারীরা আসবেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সমঝোতা (এমওইউ) সই হবে।

আশিক মাহমুদ আরও বলেন, বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের কম। এটি থাকা না থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ বিনিয়োগ আরও ১০ গুণ হওয়ার কথা। সে কারণে বিনিয়োগ বাড়াতেই আয়োজন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি চিন্তা করে। ফলে দ্রুতই বিনিয়োগ বাড়ানো কঠিন। তবে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে এ খাতে পরিবর্তন আসবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ