বিএনএ, রাজশাহী:রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর তিন কর্মী নিহত হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের পল্লী চিকিৎসক জুয়েল হোসেন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভেয়ার ও একই গ্রামের নাসিম হোসেন (৪০) এবং মিজানুর রহমান (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম জানান, দু’টি বাসে করে দলের শতাধিক নেতাকর্মী প্রথমে ফরিদপুরে পৌঁছে প্রয়াত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত ও পরে পিরোজপুর পৌঁছে জামায়াতের প্রয়াত আরেক নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী বাইপাসে বাস দুটি দুর্ঘটনায় পতিত হয়েছে। নিহত ও আহতরা সকলেই জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিএনএ/ ওজি