22 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের দরকার ১৩৮ রান

বাংলাদেশের দরকার ১৩৮ রান


বিএনএ, ক্রীড়া ডেস্ক : মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল তারা, দ্বিতীয় ইনিংসে করেছে ২৯২ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান করে।

৮ উইকেট হারিয়ে ২৮৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আয়ারল্যান্ড। বোলিংয়ের শুরুটা তাইজুল আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে করান সাকিব আল হাসান। তাদের দুই ওভার করে করিয়ে নিয়ে আসেন পেসার এবাদত হোসেনকে।

দ্বিতীয় বলেই তিনি এনে দেন সাফল্যও।  ১৫৬ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রান করে আউট হন তিনি। এরপর আইরিশদের জন্য অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার কেবল।

তাদের শেষ উইকেটটিও নেন এবাদত হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হিউম।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর