25 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে প্রবেশ করছে দুরপাল্লার বাস

রাজধানীতে প্রবেশ করছে দুরপাল্লার বাস

রাজধানীতে প্রবেশ করছে দুরপাল্লার বাস

বিএনএ ঢাকা: মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সরকার-আরোপিত সাত দিনের কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু দুদিন না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার(৭ এপ্রিল)থেকে রাজধানী ঢাকাসহ দেশের সিটি করপোরেশনগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। সেই অনুযায়ী সকাল থেকে রাজধানীসহ দেশের সিটি এলাকায় গণপরিবহন চলাচল করছে।

নতুন এই সিদ্ধান্তে বাইরের গণপরিবহন সিটিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো রাজধানী ঢাকায় প্রবেশ করছে।নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা ও লাকসাম এলাকার দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল সংবাদ মাধ্যমকে বলেন, যাত্রাবাড়ী পয়েন্ট দিয়ে বাইরের গাড়ি প্রবেশ করছে কি না সেটা তদারকি করা হচ্ছে। নির্দেশ অমান্য করে কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে,রাজধানীর লোকাল বাসগুলোতেযাত্রীদের আগে ওঠার প্রতিযোগিতা চলছে। ৬০ শতাংশ বৃদ্ধির পর ১০ টাকার ভাড়া ১৬ টাকা হওয়ার কথা। কিন্তু  ২০ টাকার নিচে যাত্রী তুলছে না বাসগুলো। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ এবং বের হতেও পারবে না।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ