বিএনএ নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও আগুন দেয়া হয়েছে মোটরসাইকেলে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার(৬ এপ্রিল) রাতে উপজেলার চৌমুহনী রেললাইন এলাকা থেকে বড়পোল পর্যন্ত এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার আওয়ামী লীগ কর্মী টিটু ও করিমপুর এলাকার প্রান্তের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ও চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইন এলাকায় টিটু ও প্রান্ত গ্রুপের লোকজন একত্রিত হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌমুহনী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি