বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে নয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে আটকে পড়া হাতিটি উদ্ধার করে।
বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আনিসুজ্জামান শেখ বলেন, ‘আমরা বুধবার সন্ধ্যায় ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি।’
‘প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি,’ বলেন তিনি।
আনিসুজ্জামান বলেন, ‘মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুবল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না।’
‘ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসক এলে সকালে আমরা আবার যাব। হাতিটিকে পাওয়া গেলে চিকিৎসা দেওয়া হবে,’ বলেন তিনি।
বিএনএনিউজ/ নাবিদ