28 C
আবহাওয়া
৭:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মেরিন ফুয়েল বাংকারের দাম বাড়ল

মেরিন ফুয়েল বাংকারের দাম বাড়ল


বিএনএ, ঢাকা : দেশে জ্বালানি তেলের মূল্য কমলেও বিদেশি জাহাজে (বাংকার) দাম বেড়েছে। চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দরে মেরিন ফুয়েল এর বাংকার মূল্য পুননির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বন্দরে আগত আন্তর্জাতিক নৌ-পথে চলাচলকারি জাহাজের দেশী/বিদেশী ক্রেতাদের জন্য শুল্ক-করাদিমুক্ত মেরিন ফুয়েল (Low Sulphur Content 0.5%) এর বাংকার বিক্রয় মূল্য প্রতি মে.টন ৭২৯. মার্কিন ডলারে পুননির্ধারণ করা হলো।

অন্যদিকে মোংলা বন্দরে আগত আন্তর্জাতিক নৌ-পথে চলাচলকারি জাহাজের দেশী/বিদেশী ক্রেতাদের জন্য শুল্ক-করাদিমুক্ত মেরিন ফুয়েল (Low Sulphur Content 0.5%) এর বাংকার বিক্রয় মূল্য প্রতি মে.টন ৭৩৯.০০ মার্কিন ডলারে পুননির্ধারণ করা হলো।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন দেয়া হয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম কমেছে ৭৫ পয়সা। পেট্রল কমেছে ৩ টাকা ও অকটেনে কমেছে ৪ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ