32 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে দুই রেস্তোরাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে দুই রেস্তোরাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন রূপসী বাংলা রেস্টুরেন্ট ও দি সী প্রিন্সেস হোটেলে অভিযান চালিয়ে দুই প্রতিষ্টানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় রূপসী বাংলা রেস্টুরেন্টকে ২ লাখ টাকা ও দি সী প্রিন্সেস হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত বলেন, অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পঁচা-বাসি খাবার লেবেলবিহীন অবস্থায় মজুদ করতে দেখা যায়। তেলাপোকায় ভরপুর রান্নাঘর দেখা যায়। দুটি হোটেলে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন দেখতে পাই, ফলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জহুর লাল পাল ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ