14 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় পানিশূন্যতা এবং পুষ্টিহীনতায় ২০ জনের মৃত্যু

গাজায় পানিশূন্যতা এবং পুষ্টিহীনতায় ২০ জনের মৃত্যু

গাজায় পানিশূন্যতা এবং পুষ্টিহীনতায় ২০ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক: গাজার স্বাস্থ্যকর্মীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পানিশূন্যতা এবং পুষ্টিহীনতায় গাজায় ২০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংবাদে অঞ্চলটিতে আরও বেশি ত্রাণ পাঠানোর দাবি জোরদার হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, এই ২০ জন ছাড়াও ডজন ডজন লোক হাসপাতালে আসার আগেই অনাহারে মারা যাচ্ছে। গাজায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ এড়াতে আরও বেশি উদ্যোগী হতে এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সাউথ আফ্রিকা।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক পলা গাভিরিয়া বেটানকুর বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবতা মনে রাখার জন্য আহ্বান ও নিপীড়িতদের সামরিক অভিযানে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলবে বিশ্বকে এমন ‘কল্পকাহিনী’ ওপর বিশ্বাস পরিত্যাগ করতে হবে। গাজার মোট জনসংখ্যার পাঁচ শতাংশ ইসরায়েলি হামলায় নিহত এবং আহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৭৫ শতাংশেরও বেশি; এটি বিস্ময়কর। গাজায় ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষিত করার পাশাপাশি নৃশংসতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কর্যকর করাই হবে মানবতার স্বার্থে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ