বিএনএ ডেস্ক: সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল সরবরাহের অভিযোগ এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার (৭ মার্চ) ওই আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত এস এম ছানাউল্লাহ সানি (২৪) পাবনার চাটমোহর থানার অষ্টলঙ্কা নতুনগ্রাম এলাকার সাহেব আলীর ছেলে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সানি বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র ও নকল সরবরাহ করে আসছিল। ২০১৯ সালের মে মাসে চাটমোহর থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় আদালত আজকে রায় ঘোষণা করেন।
অ্যাডভোকেট ইসমত আরা আরও বলেন, রায়ে আদালত সানিকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিএনএ/ বিএম, ওজি