26 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়া ছেড়েছে ১৫০ সাংবাদিক

রাশিয়া ছেড়েছে ১৫০ সাংবাদিক

সাংবাদিক

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হবার পর রাশিয়ার সরকার বহু নিউজসাইট, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। এমনকি বিবিসির রাশিয়া সার্ভিসও। খবর মস্কোটাইমস।

সাম্প্রতিক দিনগুলিতে অন্তত ১৫০ সাংবাদিক রাশিয়া থেকে চলে গেছেন বলে মনে করা হচ্ছে।

গত শুক্রবার রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত একটি নতুন আইনে বলা হয়, জেনেশুনে  রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যে রাশিয়ান কর্তৃপক্ষ বেশ কয়েকটি স্বাধীন সংবাদ ওয়েবসাইট ব্লক করেছে বা তাদেরকে “বিশেষ সামরিক অভিযান” না করে যুদ্ধকে “যুদ্ধ” বা “আক্রমণ” হিসাবে উল্লেখ করেছে এমন নিবন্ধগুলি মুছে ফেলতে বাধ্য করেছে।

এজেন্টভোর মতে, মেডুজার মস্কোর নিউজরুম , ডজড ব্রডকাস্টার, একো মস্কভি রেডিও স্টেশন এবং নোভায়া গেজেটা সংবাদপত্রের কমপক্ষে ২০জন সাংবাদিক রাশিয়া ছেড়েছেন।

বিবিসি, সিএনএন এবং ব্লুমবার্গ সহ বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়া আউটলেট রাশিয়ার মধ্যে তাদের কার্যক্রম স্থগিত করেছে।

“বিবিসির রাশিয়ান পরিষেবার বেশিরভাগ কর্মচারী (কমপক্ষে ১৫ জন), ব্লুমবার্গ এবং [ইউএস-অর্থায়নকৃত RFE/RL] রাশিয়া ছেড়ে গেছেন,” বলে এজেন্টভো জানায়।

১৭টি মিডিয়া হাউজের ১৫০জন দেশ ছেড়ে। আরও অনেকে রাশিয়া ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

বিএনএনিউজ২৪,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ