বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।বাকি তিনশহর হল মারিউপুল, খারকিভ ও সুমি। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মারিউপুল এবং ভোলনোভাখা শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে।
সোমবার(৭মার্চ) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধে পুতিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে। বিদেশিদের ইউক্রেন ত্যাগ এবং বেসামরিক লোকদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় বলেছেন, আমাদের এই মাটিতে যুদ্ধে যারা নৃশংসতা করছে, তাদের কাউকে ছাড়ব না। আক্রমণকারীদের সাহস দেখেই বোঝা যায় যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে তা যথেষ্ট নয়।
বিএনএনিউজ২৪,জিএন