25 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সিটির হাতে বিধ্বস্ত ইউনাইটেড

সিটির হাতে বিধ্বস্ত ইউনাইটেড

রাশিয়া

বিএনএ, স্পোর্টস ডেস্ক: চোটের কারণে আক্রমণভাগের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও এডিনসন কাভানিকে পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। কভিড-১৯ আক্রান্ত হওয়ায় ছিলেন না দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রাফায়েল ভারানে ও লুক শ। তাদের অভাবটা ঠিকই বুঝতে পারল রেড ডেভিলরা। মৌসুমের দ্বিতীয় ম্যানচেস্টার ডার্বিতে রাল্ফ রাংনিকের শিষ্যদের উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদে কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহরেজের জোড়া গোলে ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিটি।

ম্যাচের ৫ম মিনিটে বার্নার্দো সিলভার পাসে জাল খুঁজে নেন ডি ব্রুইন। ২২তম মিনিটে পগবার পাস থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান জাদোন সানচো। কিন্তু এর ৬ মিনিট পর ফের সিটিকে এগিয়ে দেন ডি ব্রুইন।

বেলজিয়ান মিডফিল্ডার কেবল গোল করেই ক্ষান্ত হননি, ৬৮তম মিনিটে মাহরেজকে দিয়ে করান দলের তৃতীয় গোলটি। ম্যাচের শেষ মুহূর্তে গুন্দোগানের অ্যাসিস্টে সিটির বড় জয় নিশ্চিত করেন মাহরেজ।

এই জয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকায় শীর্ষে থাকা গার্দিওলার দল। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে সিটির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে লিভারপুল।

তবে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ইউনাইটেড। রোমাঞ্চকর জয়ে তাদের টপকে চারে উঠে এসেছে আর্সেনাল। লিগের আরেক ম্যাচে অবনমন অঞ্চলে থাকা ওয়াটফোর্ডকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে গানাররা। ২৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৮।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ