দোহাজারী(চট্টগ্রাম): এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল অব: অলি আহমদ বলেছেন, শেখ হাসিনাকে তিন বছর আগে বলেছিলাম, সময় থাকতে একটি সরকার গঠন করে চলে যাও, সে মনে করেছে আমি তার সাথে মশকারী করতেছি। হাসিনা গেছে তো গেছে, বুড়ার সাথে পালিয়ে গেছে। আবার গেছে অমুসলিমের সাথে। দেশের মানুষ শেখ মুজিবের মূর্তি ভেংগেছে। ইসলাম ধর্মে মূর্তি বানানো সম্পূর্ন নিষেধ। আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) মূর্তির্ পূজার বিরুদ্ধে ছিলেন। ইসলাম মূর্তিকে সমর্থন করেনা।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) চন্দনাইশ বিকেলে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল অলি এসব কথা বলেন।
এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, যারা আমাদের দেশের টাকা লুট করেছে, খুনি, অত্যাচারী, ব্যাভিচারী, অস্ত্রধারী তাদের মাফ নেই। অনেক দিন সবর করেছি, এখন প্রতিশোধের পালা।
ফেরাউন কে শুকনো করে মহান আল্লাহ রেখে দিয়েছেন, জাতিকে শিক্ষা দেয়ার জন্য। আওয়ামীলীগ যাতে নি:শ্বাস ফেলতে না পারে সেভাবে রাখতে হবে।
শাহরিয়া হোসেন ইমরানের সঞ্চালনায় ও সাতবাড়ীয়া এলডিপির, সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এল.ডি পির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি প্রধান বক্তা ছিলেন।
তিনি বলেন, আমাদের দেশকে সুন্দর করে সাজাতে হিন্দু, মসলিম খ্রীষ্টান একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি জননেতা হতে চাইনা, আপনাদের মনে স্থান পাওয়াটাই আমার কাম্য। আপনারা যারা জেল জুলুম ও মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কে যত সম্ভব সহযোগিতা করেছি, আমি আপনাদের সুখে দুঃখে যেন আপনাদের ভাগিদার হতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই, আপনারা কেউ আমাকে সামনে রেখে চাঁদাবাজি করেন, অন্যায়ভাবে মামলা দেন, তাহলে আমরা সকলে মানুষের কাছে অসম্মানী হবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলডিপির চন্দনাইশ উপজেলার সভাপতি সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া, এল ডি পির চট্টগ্রাম দ: জেলার সাধারণ সম্পাদক আকতারুল আলম, সমাজকল্যান সম্পাদক ও এডিশনাল পি পি. এড.ইকবালুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গনতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম, এল ডি.পি সাতবাড়িয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, গনতান্ত্রিক যুবদল সাতবাড়ীয়ার আহবায়ক সাইফুদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা মোজাহেরুল কাদের, সাতবাড়ীয়া ইউনিয়ন এল.ডিপির সহ-সভাপতি নুরুল ইসলাম মেম্বার, গনতান্ত্রিক ছাত্রদল সাতবাড়ীয়া শাখার সভাপতি আবদুল হামিদ, সাতবাড়ীয়া গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাতবাড়ীয়া গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাশেদ, গনতান্ত্রিক যুবদল সাতবাড়ীয়ার যুগ্ম আহব্বায়ক যথাক্রমে আমির হোসেন, মহিউদ্দিন, ফায়জুর রহমান, গনতান্ত্রিক স্বেচ্চাসেবক দল চন্দনাইশ উপজেলা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ মোরশেদ, সাতবাড়ীয়া ইউনিয়নের এল.ডি.পি নেতা খোরশেদ মেম্বার, ফরিদ মেম্বার, আনু মিয়া মেম্বার, আবদুল গফুর, সিরাজুল ইসলাম, বদিউল আলম বদি, আবদুচ ছালাম, সোনা মিয়া, মাহফুজ, সোলাইমান, আবু সৈয়দ সওদাগর, জাফর, সোহেল, নাছির, রুবেল, জাহাংগির, সফিকুর রহমান, এস্তাফ মিয়া, শাহ আলম, খোকন, আলম, সহ গনতান্ত্রিক যুবদল, গনতান্ত্রিক ছাত্রদল, গনতান্ত্রিক সেচ্চাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হামিদুর রহমান,এসজিএন