31 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

বিএনএ, বিশ্বডেস্ক: ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তুপ থেকে ৮ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় কান্না করার কেউ নেই।এখনো চাপা পড়ে আছে অনেক মানুষ। বহু দেশ সহেযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিশ্বের বহু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

সিরিয়া ও তুরস্কের উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবারের এই ভূমিকম্পে শুধু তুরস্কেই ৬ হাজার বাড়িঘর ধসে পড়েছে। ২০০ মতো আফটার শক হয়েছে।এখনও ধ্বংসস্তুপের ভেতরে আর্তকান্না শোনা যাচ্ছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি উদ্ধারকারী দল যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

বিএনএ/বিএম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ