18 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » হিলিতে আলু ও পেঁয়াজের দাম কমেছে

হিলিতে আলু ও পেঁয়াজের দাম কমেছে


বিএনএ, দিনাজপুর : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি নতুন জাতের আলু ২০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় ও দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) হিলি বাজার থেকে এমন তথ্য জানা গেছে।

ক্রেতারা বলছেন, এ রকম বাজার পরিস্থিতি থাকলে নিম্ন আয়ের মানুষরা শান্তিতে জীবনযাপন করতে পারবেন।

হিলি বাজারে সবজি বিক্রেতা আরিফ উদ্দিন বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে আলু, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বর্তমানে আলু কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকায়, পেঁয়াজ প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কমেছে আদার দাম। আদা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। রসুন কেজি প্রতি ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত চার দিনে ১৩ ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ