27 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ: ইসি

৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ: ইসি


বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন,  ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৭ শতাংশ, খুলনা বিভাগে ৩২ শতাংশ, সিলেট বিভাগে ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ২৬ শতাংশ, বরিশাল বিভাগে ৩১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ এবং রংপুরে বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে, রোববার সকাল আটটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ