17 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভোটের চিত্র তুলে ধরুন, সাংবাদিকদের সিইসি

ভোটের চিত্র তুলে ধরুন, সাংবাদিকদের সিইসি

সিইসি

বিএনএ ডেস্ক: ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ ভোটের চিত্র জনগণের কাছে তুলে ধরবেন। ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থাকে তা যেন কেটে যায়। সবার জন্য শুভ কামনা।

রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে রোববার সকালে ভোট দিয়ে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনে কোনো সংহিসতা হলে তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।

সহিংসতার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম কি না জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার কাজ ভোট আয়োজন করা। কে আসবেন, কে আসবেন না, সেটা বলতে পারবো না। আমি এসে আমার ভোটটা দিলাম। শুধু এতটুকুই জানি। সহিংসতার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’

এর আগে সকাল ৮টায় উৎসবের আমেজে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ভোট হচ্ছে ২৯৯ আসনে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট হবে। সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ আছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।

এবারের নির্বাচনে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, ২৬৬ জন। এছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী রয়েছেন ‘সোনালি আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির। আর ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন আছেন এবারের ভোটযুদ্ধে।

এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৫২ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ