বিএনএ, ডেস্ক : ২০২২ সালে সড়কে প্রাণ হারাল সাত হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন হাজার ৯১ জন। নিহতের মধ্যে ৭৬ দশমিক ৪১ শতাংশ ১৪ থেকে ৪৫ বছর বয়সী।
শনিবার (৭ জানুয়ারি) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)-এর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬১৫ জন।
নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে আরএসএফ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১ হাজার ৬১ জন নারী এবং ১ হাজার ১৪৩ জন শিশু। ২ হাজার ৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ৩ হাজার ৯১ জন, যা মোট মৃত্যুর ৪০.০৭ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গত বছর প্রাণ দিয়েছেন ১ হাজার ৬২৭ জন পথচারী।
এছাড়া, একই সময়ে নদীপথে ১৯৭টি দুর্ঘটনায় ৩১৯ জন নিহত, ৭৩ জন আহত ও ৯২ জন নিখোঁজ হয়েছেন। ৩৫৪টি রেল দুর্ঘটনায় মোট নিহত ৩২৬ এবং আহত হয়েছেন ১১৩ জন।
বিএনএ/ ওজি