23 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএল; ঢাকাকে ১১৪ রানের টার্গেট দিয়েছে খুলনা

বিপিএল; ঢাকাকে ১১৪ রানের টার্গেট দিয়েছে খুলনা

ঢাকার টার্গেট ১১৪

বিএনএ: ঢাকা ডমিনেটরসকে ১১৪ রান টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তুলতে সক্ষম হয় ইয়াসীর রাব্বীর দল।

শনিবার (৭ জানুয়ারি) মিরপুরে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে খুলনাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

প্রথম পাওয়ারপ্লে’তে ৩২ রানে ৩ উইকেট হারায় খুলনা। ১১তম ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে দলটি। ১৬ ওভারে গিয়ে তাদের রান দাঁড়ায় ৫ উইকেটে ৮৫। ১৯ ওভারে শতক পূর্ণ করে শেষ পর্যন্ত থামে ১১৩ রানে। খুলনার পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির রাব্বী, এছাড়া সাইফুদ্দিন ১৯ ও আজম খান ১৮ রান ছাড়া আর কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি।

ঢাকার পক্ষে আলামিন হোসেন ৪টি এবং দুটি করে উইকেট শিকার করেন নাসির হোসেন ও আরাফাত সানি।

একই মাঠে সন্ধ্যা ৭টায় বিপিএল-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল ও মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ