19 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান : আটক  ৫ দালাল

ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান : আটক  ৫ দালাল


বিএনএ, ফরিদপুর : ফরিদপুর পাসপোর্ট অফিসের ৫ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাসপোর্ট লেনদেন সংক্রান্ত পাঁচটি হিসাবের খাতা, ডায়েরি, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান রশিদ, দুটি মনিটর, দুইটি হার্ডডিক্স এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫ দালালকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা শহরের কমলাপুর তেতুলতলা এলাকার নাদিম হাসান (৩৫), পূর্ব আলীপুর এলাকার মো. তরিকুল ওরফে নাঈম (৪৫), দক্ষিণ আলীপুর এলাকার রাবি মোল্লা (২৮), চাঁনমারী ঈদগাহ এলাকার আল-আমিন শেখ (২৭) ও কুটিবাড়ী কমলাপুর এলাকার মোজাম্মেল হোসেন শিমুল (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ