22 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ভবনে হামলা, নিহত বেড়ে ৪

যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ভবনে হামলা, নিহত বেড়ে ৪

যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ভবনে হামলা, নিহত বেড়ে ৪

বিএনএ, বিশ্বডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকদের  ভয়াবহ সহিংসতার জেরে নিহতের সংখ্যা বেড়ে   চারজন হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, কংগ্রেসের যেীথ অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ঢুকে পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার বিক্ষুব্ধ সমর্থক।  এক পর্যায়ে পুলিশের সাথে দাঙ্গাবাজদের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে গুলি করা হয়।পুলিশের গুলিতে এক নারী নিহত হন। পরে আহতদের মধ্য থেকে আরও তিনজনের মৃত্যু হয়।এ  তিনজনের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রথম নারী সাবেক মার্কিন সেনা সদস্য। স্যান ডিয়েগোর বাসিন্দা অ্যাশলি ব্যাবিট।তিনি ওয়াশিংটন সময় দুপুর ৩টার দিকে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আমেরিকার আইন-প্রণেতারা যখন জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে।

সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে।

বিএনএনিউজ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ