বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ৯৯ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৯৪ জন। একই সময় করোনায় ১জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ২২জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৬টি নমুনা পরীক্ষায় ১৩জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৬টি নমুনা পরীক্ষায় ৩৯, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ৭জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮২টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। ওইদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়।এতে আরও ১১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যার মধ্যে নগরে ৯৯ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৪ জন।
বিএনএনিউজ/আমিন