বিএনএ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে হাকলোর সাতালপাড়া এলাকায় পেয়ারা বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না।
বিএনএ/ ওজি