18 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা নিহত

বিএনএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)। নিহত দুইজনের মধ্যে খোকন আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল চাতাল ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম।

নিহত খোকনের স্বজন বাবলু মিয়া জানান, গতরাতে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে দুইজন রংপুর থেকে ফিরছিলেন। জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশে সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই রশিদুল মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে রাত তিনটার দিকে খোকন মারা যায়। তবে কিভাবে এ দুর্ঘটনাটি ঘটে তা জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ