17 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জাহিদ ফারুকের আপিল

সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জাহিদ ফারুকের আপিল

সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জাহিদ ফারুকের আপিল

বিএনএ, বরিশাল: বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। বুধবার (৬ ডিসেম্বর) বরিশাল অঞ্চলের চার নম্বর বুথে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মনোনয়নপত্রে সমর্থনকারী কে বি এস আহমেদ এ আপিল করেন।

তিনি বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হলো। নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলে আশা করেন তিনি।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বরিশাল সদরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ