31 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জীবনের কিছু বাস্তব কথা

জীবনের কিছু বাস্তব কথা

জীবনের কিছু বাস্তব কথা

বিএনএ, চট্টগ্রাম: আমরা কল্পনায় সুখী। ভাগ্যের যাতাকলে পিষ্ট হয়ে মানুষ কল্পনায় আশ্রয় খুঁজে বেড়ায়। প্রেম ভালবাসা ক্ষণস্থায়ী। কিন্তু ক্ষুধা চিরন্তন। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে ফিকে করে দেয়। শূন্যতা বলে কিছু নেই। আপনার আমার শূন্যতা ঠিকই অন্য কেউ এসে পূরণ করে নিবে। তাই সময় থাকতে নিজের মূল্য বুঝে নেয়া উচিৎ।

নিস্তব্ধ রাতগুলো একসময় কথা বলে প্রাণবন্ত হয়ে উঠে। অর্থই যেখানে মহামূল্য, ভালোবাসা সেখানে দুর্মূল্য। যে প্রচণ্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর নয়। তাই পরিশ্রমী হতে শিখুন। আজকাল মনের কথাগুলো কাউকে বলা যায়না। সবাই আদিখ্যেতা আর ন্যাকামি মনে করে।

এখন আপনার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা আপনার পরিমাপক নয়। বরং আপনার আর্থসামাজিক অবস্থানই আপনার পরিচয় বহন করে।

প্রচন্ড আঘাত পাওয়া মানুষ একসময় প্রচণ্ড উদ্যোমী আর স্বপ্নবাজ হয়ে উঠে। তখন কোন আঘাতই আর তাকে ছুঁতে পারে না। সুখ নিয়ে উঁচু আকাঙ্ক্ষাধারী কোন মানুষই সুখী হয় না। বাস্তব জীবনে প্রকৃত সুখী মানুষের দেখা পাওয়া মুশকিল। ফেলে আসা অতীত, কাঁধে বোঝার মতো জেঁকে বসে। তাই বাস্তবমুখী হওয়া উচিত। আশেপাশের মানুষকে অবশ্যই যাচাই করা উচিত।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ