ঢাকা(৬ডিসেম্বর): ইউনেস্কো–বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি ২০২৩– এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। এ পুরস্কারের উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের দ্বারা ব্যক্তি, প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত সৃজনশীল অর্থনীতিতে (সিনেমা/অডিও ভিজ্যুয়াল/মিডিয়া আর্টস/ সংগীত ইত্যাদি) উদ্ভাবনী প্রকল্প ও কর্মসূচিকে স্বীকৃতি প্রদান করা। নূন্যতম ১৬ বছর বয়সী তরুণরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবে।
আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখের (প্যারিস সময় অনুযায়ী মধ্যরাত) মধ্যে ইউনেস্কোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে উক্ত মনোনয়ন জমা দিতে হবে দাখিলকৃত প্রস্তাবনাসমূহ একটি উচ্চ পর্যায়ের বাছাই কমিটি কর্তৃক যাচাই–বাছাইয়ের পর চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রস্তাব ইউনেস্কোতে প্রেরণ করা হবে।
ইউনেস্কো ওয়েবসাইট লিংক: https://www.unesco.org/en/articles/2023-call-nominations-unesco-bangladesh-bangabandhu-sheikh-mujibur-rahman-international-prize.
প্রেসরিলিজ।বিএনএনিউজ২৪
Total Viewed and Shared : 1 87 , 87 views and shared