17 C
আবহাওয়া
৫:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » আফগান ইস্যুতে আলোচনায় বসবে ওআইসি

আফগান ইস্যুতে আলোচনায় বসবে ওআইসি

আফগান ইস্যুতে আলোচনায় বসবে ওআইসি

বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানের ডাকে আফগানিস্তান ইস্যুতে জরুরি আলোচনায় বসবেন ইসলামিক জোট ওআইসির নেতারা। দেশটির রাজধানী ইসলামাবাদে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জরুরি এ বৈঠক।

শনিবার (৪ ডিসেম্বর) এ বৈঠকের ঘোষণা দেন আফগানিস্তানের প্রতিবেশি দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। মুসলিম দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই সম্মেলেন অংশ নেবেন।

শাহ মাহমুদ কোরেশি বলেন, সম্মেলনের আয়োজনের উদ্দেশ্য হলো মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। বর্তমানে আফগানিস্তান চরম মানবিক সংকটে আছে। খাদ্য, মেডিসিন ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাচ্ছে নারী ও শিশুসহ লক্ষ লক্ষ আফগান নাগরিক। বোঝানোর চেষ্টা করবো এই সংকট আফগানিস্তানের একার পক্ষে মোকাবিলা করার সম্ভব না। কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পরিস্থিত সামাল দিতে হবে। আমরা আন্তর্জাতিক সংস্থানগুলোকে একত্রিত করার চেষ্টা করবো কারণ সংকট এড়াতে আমাদের তাদের প্রয়োজন।

জাতিসংঘের তথ্য বলছে, দীর্ঘদিনের যুদ্ধ, কঠিন খরা এবং প্রচণ্ড দারিদ্র্যের কারণে আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র খাদ্য সংকটে রয়েছে। চলতি বছরের শীত মৌসুমে দেশটিতে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। এমন পরিস্থিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জাতিসংঘের।

বৈঠকে আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতা এবং মানবিক সংকট নিরসনে আলোচনা হবে। দেশটির খাদ্য সংকট নিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ