29 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : সুইং স্টেট পেনসিলভানিয়া জয়ের পর নিজেকে বিজয়ী ঘোষণা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দেওয়া বক্তব্যে এ বিজয়কে রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেন তিনি।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যর সময় পাম বিচে জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে স্লোগান দেন।

স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দিন আমি আপনাদের জন্য লড়াই করে যাব।’

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৭টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২২৪টি। আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প।

তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ৩ সুইং স্টেটে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় জয়ের আশা নিভে গেছে কমলা হ্যারিসের। ফলে আজ রাতে ভোটারদের উদ্দেশ্যে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) কমলা হ্যারিসের প্রচারণা টিমের কো-চেয়ারম্যান ক্যাড্রিক রিচমন্ড সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ