22 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সিনেটে নিয়ন্ত্রণ হারালো ডেমোক্র্যাট শিবির

সিনেটে নিয়ন্ত্রণ হারালো ডেমোক্র্যাট শিবির


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে, দেশটির আইনসভা কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনও। আর এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও এগিয়ে রিপাবলিকানরা।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের মধ্যে দিয়ে গত ২০ জানুয়ারী, ২০২১ সাল থেকে সিনেটকে নিয়ন্ত্রণ করেছে ডেমোক্র্যাটরা।  আর বর্তমানে রিপাবলিকানদের কাছে সিনেটের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে কমলা হ্যারিসের দল।

আইন প্রণয়নকে প্রভাবিত করা, বিচার বিভাগীয় নিয়োগ নিশ্চিত এবং সামগ্রিক রাজনৈতিক এজেন্ডা গঠনের জন্য সিনেটের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে এটি বাইডেন প্রশাসনের আইনী অগ্রাধিকার এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্টের মনোনয়নকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের সর্বশেষ ফল মতে, সিনেটের ১০০ টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ৪২ এবং রিপাবলিকানরা ৫১টি আসন নিশ্চিত করেছে।

এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই দুইটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন।  অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সিনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে।

বিএনএনিউজ/এইচ.এম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ