28 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে ফের ভূমিকম্প

নেপালে ফের ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ ডেস্ক :নেপালে তিনদিন পর আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে।

একইসঙ্গে ভারত ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার নেপালের দুর্গম অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে। হিমালয় পর্বতমালা অধ্যুষিত দেশটির পশ্চিমাঞ্চলে দিনগত রাতে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৮ কিলোমিটার গভীরে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ