25 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েল-হামাস যুদ্ধ

ইসরায়েল-হামাস যুদ্ধ

ইসরায়েল -ফিলিস্তিন

বিএনএ, ডেস্ক : 

 

বৈশ্বিক সাহায্য সংস্থাগুলো গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে

রোববারও গাজা জুড়ে সারা রাত ধরে ভারী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।  এর প্রেক্ষিতে জাতিসংঘ এবং অন্যান্য দেশের ১৮ টি   মানবিক সংস্থা “অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির” আহ্বান জানিয়ে দিয়েছে।

সংস্থাগুলোর নেতারা রোববার বিবৃতিতে বলেন, ‘আমাদের অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। ৩০ দিন হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। এটা এখনই বন্ধ করতে হবে।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহও  ইসরায়েলের “বর্বর যুদ্ধের” নিন্দা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজারর ৭৭০ জনে।নিহতদের মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু ও ২৫৫০ জন নারী।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা পর্যন্ত) গাজায় ইসরায়েলি হামলা অন্তত ২৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

তেল আবিবে বিক্ষোভ করেছে  হামাসের হাতে বন্দী  পরিবারের সদস্যরা 

হামাসের হাতে বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের ফেরত আনতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বিক্ষোভ করেছে পরিবারের সদস্যরা।  পরিবারের শত শত সদস্য  এ বিক্ষোভে  অংশ  নেয়।

ইসরায়েল বলছে, ৭ অক্টোবর হামাস হামলার পর ২৪০ জনেরও বেশি লোককে বন্দী করে নিয়ে গেছে।

গাজায় আরও দুই শতাধিক নিহত 

গাজায়  গতরাতে  ইসরায়েলি হামলায় আরও  দুই শতাধিক লোক  নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় সারারাত দুই শতাধিক মানুষ মারা যায়।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ