18 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ফিলিস্তিনি নারী কর্মী আহেদ তামিমি আটক

ফিলিস্তিনি নারী কর্মী আহেদ তামিমি আটক

Palestinian activist Ahed Tamimi

জেরুজালেম:২২ বছর বয়সী ফিলিস্তিনি নারী লেখক, মানবাধিকার কর্মী আহেদ তামিমিকে সোমবার(৬নভেম্বর) পশ্চিম তীরে একটি অভিযানের ইসরায়েলি সেনাবাহিনী ‘সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার’ অভিযোগে আটক করেছে। খবর আরব নিউজের।

৬ নভেম্বর পত্রিকাটির খবরে বলা হয়, “আহেদ তামিমিকে রামাল্লার কাছে নবী সালেহ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে”, সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেন। তিনি জানানম “তামিমিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে প্রেরণ করা হয়েছে।”

এর আগে ২০১৭ সালে ১৬ বছর বয়সে গুরুতর আক্রমণ এবং ১১ টি অন্যান্য অভিযোগের অভিযোগে ফিলিস্তিনি কর্মী আহেদ তামিমিকে আটক করা হয়েছিল, তার নিজের গ্রামে নবী সালেহ থেকে। দুই ইসরায়েলি সৈন্যকে লাথি মারার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তাকে ও তার ছোট ভাইকে গ্রেপ্তার হয়েছিল।

তামিমি ২০১৭ সালে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ