বিএনএ,স্পোর্টসডেস্ক : বুন্দেসলিগায় ফ্রেইবার্গকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ । শনিবার( ৬ নভেম্বর) নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এই জয়ে ১১ ম্যাচে ৯ জয় , ১ হার ও ১ ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুলিয়ান নাগেলসম্যানের শির্ষরা।
ম্যাচের শুরু থেকে চাপে রেখে ৩০ তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন । ফ্রেইবার্গের বক্সে মুলারের ফ্লিক থেকে লিওন গোরেটজকা বল আয়ত্তে নিয়ে ফ্রেইবার্গের ফ্লেকেনকে পরাস্ত করে বল জালে জড়ান। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ৬৮ তম মিনিটে অল্পের জন্য গোল বঞ্চিত হয় লিওন গোরেটজকা। বক্সের ভিতরে এই মিডফিল্ডারের নেয়া ভলিতে বল বারের দুই ইঞ্চি উপর দিয়ে যায়।
৭৫ তম মিনিটে বায়ার্নের লিড দ্বিগুন করেন রবার্ট লেভান্ডোস্কি। বক্সের ভিতর সানের ফ্লিক থেকে খুব কাছ থেকে গোলটি করেন পোলান্ডের এই স্ট্রাইকার। ম্যাচের যোগ করা সময়ে ফ্রেইবার্গের হয়ে গোলের ব্যবধান কমান জানিক হাবেরের।
বিএনএ/এমএম