বিএনএ, বোয়ালখালী : বোয়ালখালীতে সূর্বণ শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর শাখা উদ্বোধন করেছেন পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মদিনা মার্কেটে এ শাখা উদ্বোধন করেন।
শাখা উদ্বোধনের সময় পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ বাংলাদেশকে স্বাধীন করার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার কাজ শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সমবায়ের উপর গুরুত্বারোপ করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী।
সমিতির চেয়ারম্যান এস, এম ইউনুচের সভাপতিত্বে ও লায়ন এস,বি জীবন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমবায় সমিতি লিঃ এর এমডি উৎপল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস,এম আবু তৈয়ব, নাছির উদ্দিন, সেলিম চৌধুরী, মোঃ কাশেম,খাইরুল বশর, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শিক্ষক জাহাঙ্গীর আলম, জাহেদুল আলম, কামাল উদ্দিন, রনি বিশ্বাস, তৌহিদুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, শাহা আলম বাবলু প্রমুখ।
বিএনএ/ মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ওজি